মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটে ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টার নিন্দা করেছে। তারা এই হিংসার ঘটনাকে একটি ‘ফৌজদারি অপরাধ’ বলে অভিহিত করেছে। খালিস্তান সমর্থকদের একটি ভিডিও, ২ জুলাই, ২০২৩ তারিখে পোস্ট করা হয়েছে। সেখানে সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে আগুন লাগানোর বিষয়টি দেখানো হয়েছে।
নিজ্জার, ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী যার নামে ১০ লাখ টাকা নগদ পুরস্কার ঘোষণা করা ছিল। তাকে গত মাসে কানাডার একটি গুরুদ্বারের বাইরে গুলি করে হত্যা করা হয়। দিয়া টিভি নামে একটি স্থানীয় স্টেশন অনুসারে, খালিস্তানি চরমপন্থীরা রাত ১.৩০ থেকে ২.৩০ টার মধ্যে ভারতীয় কনস্যুলেটে আগুন দেয়। তবে সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত তা নিভিয়ে ফেলে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার এক ট্যুইট বার্তায় বলেছেন, ‘শনিবার সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে ভাংচুর এবং অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগের তীব্র নিন্দা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে কূটনৈতিক সুবিধা বা বিদেশী কূটনীতিকদের বিরুদ্ধে ভাংচুর বা হিংসা একটি ফৌজদারি অপরাধ,’।