আসামের প্রাক্তন সাংসদ রিপুণ বোরাকে সামনে রেখে সে রাজ্যে সংগঠন বাড়ানোর কাজ করছে তৃণমূল। এবার রাজ্যসভায় গোয়ার লুইজিনহো ফেলিরিওর ইস্তফা দেওয়া আসনে উপনির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী করা হতে পারে তাঁকেই। শেষ মুহূর্তে কোনও রদবদল না হলে এই নামটিই চূড়ান্ত। রিপুণকে তা জানিয়েও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এবার বাংলার রাজ্যসভায় একটি উপনির্বাচন, ছয়টি নির্বাচন। তৃণমূল সূত্রে খবর, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনের আবার মনোনয়ন নিশ্চিত। শান্তা ছেত্রী ও সুস্মিতা দেব থাকবেন, নাকি নতুন মুখ কেউ আসবেন, তা নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রাথমিক কথা হয়েছে বলে খবর।