শুরু হয়ে গিয়েছে ভোটের কাউন্টডাউন। দিনকয়েক পরেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যজুড়ে। জোরকদমে চলছে শেষ লগ্নের প্রচার। গতকাল উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের ভবানীপুর পল্লী মঙ্গল বিদ্যাপীঠের মাঠে নির্বাচনী সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ একই জায়গায় পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। এই সভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিক গতকাল গাইঘাটার পাঁচপোতাতে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে বিজেপিকে একহাত নেন। অন্যদিকে বিধায়ক তাপস রায় রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, “জয় শ্রী রামের নামে গলাকাটার চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে লড়াই ছিল, আছে, থাকবে।” বাংলার কৃষ্টি সংস্কৃতি ধ্বংসকারী রাজনৈতিক দলকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার বার্তা দেন তাপস।
পাশাপাশি, এদিন তৃণমূলের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু কটাক্ষের সুরে বলেন, “রান্না করার সময় জয় শ্রীরাম নাম নেবেন গ্যাসের দাম কমে যাবে। বাইকে তেল ভরার সময় জয় শ্রীরাম রাম নাম নেবেন, তেলের দাম কমে যাবে। ব্যাংকে টাকা রাখার সময় জয় শ্রীরাম নাম নেবেন, সুদের হার বেড়ে যাবে।” ক্ষমতায় এলে লক্ষীর ভাণ্ডারে ২০০০ টাকা করে দেওয়া হবে, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চ্যালেঞ্জ করেন বিজেপিকে। “আগে পাইলট প্রজেক্ট হিসাবে একটা মহকুমায় চালু করে দেখাক”, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি।