আর মাত্র কয়েকদিন। তারপর রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন। চলছে শেষ লগ্নের প্রস্তুতি। রবিবার সপ্তাহান্তের প্রচারে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মালদহের সুজাপুরে হাইভোল্টেজ প্রচার করতে গিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাও করলেন তিনি। জানালেন, ৮ই জুলাই পঞ্চায়েত ভোট, ১১ তারিখ ফলপ্রকাশ আর ২১শে জুলাই, তৃণমূলের শহিদ দিবসেই বিজয় সমাবেশ হবে। অর্থাৎ জয় যে নিশ্চিত, সে বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক। এদিন সুজাপুরের জনসভায় অভিষেকের অভিযোগ, কংগ্রেস সেখানে স্রেফ গনি খানের তৈরি শক্ত জমির উপর দাঁড়িয়েই জিতেছে। কোনও কাজ হয়নি আমজনতার জন্য।
অভিষেকের বক্তব্য, ”আপনারা কংগ্রেসকে ভরসা করে ২০১৯-এর লোকসভা ভোটে জিতিয়েছিলেন। এই জেলায় একজন বিজেপি, একজন কংগ্রেস সাংসদ। কিন্তু তাঁরা এতদিন কী কাজ করেছেন? দুজন সাংসদ এর মধ্যে কেউ মালদহের উন্নয়ন করেনি। চার বছরে একটা বৈঠকও করেননি। তবে ২০২১ সালে যে লড়াই ছিল, তাতে বিরোধীদের ফাঁদে পা না দিয়ে তৃণমূলকে জিতিয়েছিলেন সুজাপুরে। আমি আপনাদের করজোড়ে, নতমস্তকে ধন্যবাদ জানাই।” কংগ্রেসকে নিশানা করতে গিয়ে অভিষেক পাটনার বিরোধী বৈঠকের প্রসঙ্গও তুলেছেন। সে বৈঠকে রাহুল গান্ধীকে কথা বলতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অতএব, যেখানে জাতীয় স্তরে মমতা-রাহুল হাতে হাত ধরে বিজেপিকে হারাতে লড়াইয়ে একজোট, সেখানে রাজ্যে বসে তৃণমূলের কুৎসা করতে ব্যস্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, এই অভিযোগেই সরব হয়েছেন তৃণমূল সাংসদ।