পান ফসকে চুন! হ্যাঁ, খানিকটা তাই-ই। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কালের ‘ছায়াসঙ্গিনী’ তথা অধুনা গেরুয়া-নেত্রী সোনালী গুহ! একাধিক বার তাঁকে বলতে শোনা গেল, ‘‘জোড়াফুল চিহ্নে ভোট দিন।’’ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সোনালীকে গত জুন মাসে দলের মহিলা মোর্চার রাজ্য কর্মসমিতির সদস্য করেছে বিজেপি। তার পর থেকেই পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের প্রচারে বেরোতে দেখা যাচ্ছে তাঁকে।
প্রসঙ্গত, শনিবার নদিয়ার পলাশিপাড়া থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে বিজেপি প্রার্থীদের সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে বেরোন সোনালী। সেখানেই তাঁকে তৃণমূলের জন্য ভোট চাইতে দেখা যায়। প্রথমে দলীয় কর্মীরা তাঁর সুরে গলা মেলালেও সঙ্গে সঙ্গেই ভুল বুঝতে পারেন। সোনালিকে সাবধানও করা হয়। কিন্তু ততক্ষণে ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে সেই মুহূর্ত! নেটমাধ্যমে দ্রুত সেই ভিডিও ছড়িয়ে পড়ে। ভোট-পূর্ববর্তী আবহে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পদ্মশিবির। যদিও পরে এবিষয়ে সোনালী বলেন, ‘‘অসাবধানতাবশত ভুল। এটা নিয়ে এত বড় করে কিছু ভাববার কোনও কারণ নেই।’’ এনিয়ে বিদ্রূপ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। ‘‘উনি দীর্ঘ দিন ধরে আমাদের দল করেছেন। সেই কৃতজ্ঞতা বোধ থেকেই হয়তো জোড়াফুলে ভোট দিতে বলেছেন’’, সোনালীকে কটাক্ষে বিঁধে বক্তব্য তৃণমূল বিধায়ক তাপস সাহার।