তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে আগে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে পড়িমরি হয়ে একজোট হয়ে লড়াইয়ে নেমেছে বিজেপি-বাম-কংগ্রেস? বারবার এমনই অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। এবার পঞ্চায়েত ভোটে নিচুতলায় বিরোধীদের রামধনু জোট নিয়ে শাসকদলের অভিযোগকেই কার্যত সিলমোহর দিল বিজেপি! এই রামধনু জোটের কথা কার্যত স্বীকার করে নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এপ্রসঙ্গে সুকান্তর বক্তব্য, “নিচুতলায় রামধনু জোট হয়। এক্ষেত্রে উপরতলায় রাজ্য নেতৃত্বের কিছু করার নেই। যাকে শত্রু মনে করে মানুষ, তার বিরুদ্ধে এক হয়ে লড়াই করে। এটা নিচুতলার সমঝোতা। সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দিই। জোড়াজুড়ি খাটাই না।” প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে নিজেদের অস্তিত্ব বাঁচাতে জোট বেঁধে প্রচারে নেমেছে বিজেপি-বাম ও কংগ্রেস। দেওয়াল লিখন ও হোর্ডিংয়ের প্রচারে শুধু নয়, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি বিজেপির পতাকা হাতে নিয়ে ঘুরছেন সিপিএমের প্রার্থী।
পাশাপাশি, কংগ্রেস প্রার্থীর হয়ে ভোটারদের কাছে হাতজোড় করে সমর্থন করার আরজি জানাচ্ছেন পাশের বুথে দাঁড়ানো পদ্ম-প্রতীকের প্রার্থীরা। এবার পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গায় এই ছবি দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলির এমন রামধনু জোট নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। সেই প্রসঙ্গেই শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রশ্ন করা হলে তা স্বীকার করে নেন বিজেপির রাজ্য সভাপতি। এর পরেই ফের বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে।