শুক্রবার উত্তর ২৪ পরগনার বনগাঁর গাড়াপোতাতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সেখান থেকেই মানুষের হকের টাকা আদায়ের জন্য প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন তিনি। পাশাপাশি সিবিআইকে আক্রমণ করে মন্ত্রী বলেন, বিশ্বজিৎ দাসের পেট খারাপ হলে সিবিআই তদন্ত হয়, পার্থ ভৌমিকের জ্বর হলে সিবিআই তদন্ত হয়।
গতকাল পার্থ ভৌমিক বলেন, আমরা জানতে চাই এন আর ই জি এ , প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন দেওয়া হচ্ছে না, রাস্তার টাকা কেন দেওয়া হচ্ছে না। আমরা চাই তার সিবিআই তদন্ত হোক। এরপরই তাঁর হুঁশিয়ারি, মানুষের হকের টাকা আদায়ের জন্য আগামী অগস্ট মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধরনায় বসব।