এবার আলিপুরদুয়ারের ফালাকাটার জনসভা থেকে তাঁর পঞ্চায়েত ভোট পরবর্তী পরিকল্পনার কথা স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘পঞ্চায়েত ভোটে জিতে যদি কোনও প্রধান ভাবেন, মানুষের সঙ্গে যা খুশি তাই করবেন, তাহলে জেনে রাখুন আমি নিজে তিনমাস পরপর ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের পর্যালোচনা করব। কেউ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাঁকে বাদ পড়তেই হবে। আর ভাল কাজ করলে মেয়াদ বাড়ানো হবে। আর নির্দল হয়ে যাঁরা লড়ছেন এখনও, তাঁদের কিন্তু তৃণমূলে কোনও জায়গা নেই।’
তাঁর সাফ কথা, ‘ভোটে জিতে কোনও প্রধান যদি মানুষের কাজ না করেন, তাহলে তাঁকে বাদ দেওয়ার সমস্ত দায় দায়িত্ব আমার। আর ভাল কাজ করলে তাঁর মেয়াদ বাড়ানো হবে। মনে রাখবেন, আমি নিজে ৬৪টা গ্রাম পঞ্চায়েতের পর্যালোচনা করব তিন মাস পরপর। আবার আলিপুরদুয়ারে আসব ২ মাস পর।’ শনিবারের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধেও সুর চড়ানোর পাশাপাশি লকেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ‘ভোটের পর দিল্লি যাওয়ার জন্য আপনারা প্রস্তুত হোন। নিজেদের বকেয়া আদায়ের জন্য আমি আপনাদের নিয়ে দিল্লি যাব। ১০০ দিনের টাকা দেওয়া হচ্ছে না দিনের পর দিন। আর নয়, এবার দিল্লি গিয়ে ধরনায় বসে নিজেদের দাবি আদায় করেই ফিরতে হবে।’