রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে আগামী ৮ জুলাই ভোট। আর তা নির্বিঘ্নে পরিচালনা করার জন্য এবার জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। আজ শনিবার থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে এই ২৪ ঘণ্টা ব্যাপী কন্ট্রোল রুম। রোস্টার অনুযায়ী সেখানে লোক নিয়োগ করতে হবে।
রাজ্য নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কন্ট্রোল রুমগুলিতে যে অভিযোগগুলি আসবে প্রত্যেকটি অভিযোগের যথাযথ পদক্ষেপ করতে হবে। রাজনৈতিক দলগুলিকে কন্ট্রোল রুমের নম্বর দিয়ে দিতে হবে। ভোটের দিন কন্ট্রোল রুমের নম্বর ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে লাগাতে হবে। কন্ট্রোলরুমের রেজিস্টার রাখতে হবে। কোন অভিযোগ আসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ হচ্ছে, তা নোট করা থাকবে রেজিস্টারে।