বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই এক দফায় ভোট হবে রাজ্যজুড়ে। তার আগে এই মুহূর্তে চলছে শাসক থেকে বিরোধী সব দলের প্রচার। আর এই প্রচারের ক্ষেত্রে এবার বিভিন্ন জায়গার নির্দল প্রার্থীদেরও অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরে ধরা পড়ল এক চমকপ্রদ ছবি। যেখানে জড়িয়ে গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। পঞ্চায়েত নির্বাচনে এবার ব্যতিক্রমী কোলাঘাট পঞ্চায়েত সমিতির ৪ নম্বর আসনটি। এখানে পঞ্চায়েত সমিতির এই আসনে তৃণমূল এবং বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু তার সঙ্গে দেখা গেল বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর উপস্থিতি। যার পোস্টারে খোদ শুভেন্দুর ছবি!
প্রসঙ্গত, কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অচিন্ত্য সামন্ত এবার নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন নিজেকে শুভেন্দু অনুগামী বলে দাবি করা অচিন্ত্য। এবার তিনি বিজেপির হয়ে মনোনয়ন জমা দেন। কিন্তু অজ্ঞাত কারণে তাঁর জায়গায় টিকিট পান টিটুন চক্রবর্তী। আর তাতেই ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে নারকেল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অচিন্ত্য। দেওয়াল লিখন থেকে শুরু করে অচিন্ত্যর পোস্টারে দেখা দিয়েছে চমক। আর তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। অচিন্ত্যর ভোট প্রচারের পোস্টারে শুভেন্দুর ছবি ঘিরে গোটা এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে।