বৃষ্টি যে ফের বিদায় নেবে তার পূর্বাভাস আগেই ছিল। সেই মতই দক্ষিণবঙ্গে কমতে শুরু করল বৃষ্টি। পরিবর্তে বাড়ল তাপমাত্রা। একদিনে ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। সঙ্গে দোসর আপেক্ষিক আর্দ্রতা। যদিও বেলা বাড়লে কলকাতার আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিন থেকেই ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
অন্যদিকে, আরও ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোষের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। শনিবার দিনের তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি থেকে প্রায় ৪ ডিগ্রি বেড়ে ৩৪.১ ডিগ্রি হয়েছে। রাতের তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুর মাত্র ৪.৬ মিলিমিটার বৃষ্টি পেয়েছে।