মাস পড়তেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। তবে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। সিলিন্ডার প্রতি প্রায় ২০ টাকা বেড়েছে গ্যাসের দাম। ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৮৯৫ টাকা ৫০ পয়সা।
অন্যান্য মেট্রো শহরগুলিতেও একই ভাবে বেড়েছে দাম। ১লা জুলাই অর্থাৎ আজ শনিবার থেকেই বর্ধিত দাম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। নতুন করে ফের একবার বাণিজ্যিক গ্যাসের বাড়ায় সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা।
বিশেষ করে যারা হোটেল কিংবা খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা সমস্যায় পড়তে পারেন। শুধু তাই নয়, গ্যাসের দাম বৃদ্ধি পাওয়াতে আনুষাঙ্গিক জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। কার্যত মুল্যবৃদ্ধির গেরোয়া আম-জনতা। সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। বাজার করতে গিয়ে হাত পড়ুছে আম-আদমির।
এই অবস্থায় যদি ফের খাবার সহ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পায় তাহলে সমস্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও ১৪ কেজি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১১২৯ টাকাই রাখা হয়েছে। মুম্বই ও চেন্নাইতে যথাক্রমে ১১০২.৫০ টাকা ও ১১১৮.৫০ টাকা। যা কিছুটা হলেও স্বস্তির খবর গৃহস্থের কাছে।
বলে রাখা প্রয়োজন, গত মার্চ মাসে একধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম সাড়ে ৩০০ টাকা বাড়ায় তেল বিপণন সংস্থাগুলি। যদিও গত কয়েকমাসে সেই দাম কিছুটা হলেও কমানো হয়। যেমন এপ্রিল মাসে ৮৯.৫০ টাকা এবং মে মাসে ১৭১.৫০ টাকা কমানোর ঘোষণা করা হয়।