মঙ্গলবার উত্তরবঙ্গ সফর সেরে ফেরার সময়ে তাঁর হেলিকপ্টারেরর জরুরি অবতরণের সময় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে কলকাতায় ফিরতেই তড়িঘড়ি এসএসকেএমের নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুর লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট লেগেছে। তারপর থেকেই চিকিৎসকদের পরামর্শে তাঁর ফিজিওথেরাপি সেশন চলছিল৷ এবার জানা গেল, তিন দিনের ফিজিওথেরাপির পর ব্যথা সামান্য কমেছে মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে।
তবে কবে থেকে তিনি ফের বাইরে বেরোতে পারবেন, সে বিষয়ে এখনই সুস্পষ্ট ভাবে বলতে পারছেন না এসএসকেএমের চিকিৎসকেরা। শুক্রবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা আসেন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার পরীক্ষা করতে। প্রায় দু’ঘণ্টা ধরে চলে মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি। আগের থেকে কিছুটা ব্যথা কম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে। এমনই জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মনিময় বন্দ্যোপাধ্যায়।