এবার রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য বড়সড় ছাড় দিল কর্তৃপক্ষ। এখন থেকে মদের বোতল নিয়ে দিল্লি মেট্রোতে যাতায়াত কর পারবেন তারা। তবে মদের বোতল নিয়ে যাতায়াতের অনুমতি দিলেও শর্ত জুড়ে দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। বলা হয়েছে, একজন যাত্রী সর্বাধিক দুই বোতল মদ বহন করতে পারবেন। মদের বোতলের মুখ সিলবন্ধ থাকতে হবে। শুক্রবার দিল্লি মেট্রো করপোরেশনের পক্ষ থেকে টুইট করে যাত্রীদের জন্য সুখবর জানানো হয়েছে।
প্রসঙ্গত, দেশের রাজধানীতে মেট্রো পরিষেবা চালু হওয়ার পরে শুধুমাত্র এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের যাত্রীদেরই মদ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তা রক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে অন্যান্য স্টেশনের যাত্রীরাও মদের বোতল নিয়ে যাতায়াত করতেন। শুধু তাই নয়, অনেকে ট্রেনের মধ্যেই নরম পানীয়ের সঙ্গে মিশিয়ে মদ পান করতেন বলেও অভিযোগ উঠেছে।
ট্রেনে মদের বোতল নিয়ে সব যাত্রীকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে কিনা, অনুমতি দিলে কোনও সমস্যা হবে কিনা তা নিয়ে সম্প্রতি মেট্রোর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের শীর্ষ কর্তারা। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের যাত্রীদের পাশাপাশি বাকি সব যাত্রীদের মদের বোতল নিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। তবে মেট্রোয় বসে মদ্যপান করা চলবে না।