বর্তমানে দেশের বিভিন্ন ধর্মের মানুষের রীতিনীতি অনুযায়ী আলাদা বিধি চালু আছে। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির অধিকার-সহ কিছু বিষয়ের নিষ্পত্তি বিভিন্ন ধর্ম, জাতি ও উপজাতিদের মধ্যে প্রচলিত নিজস্ব আইন ও বিধি অনুযায়ী হয়ে থাকে। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই দেশে অভিন্ন দেওয়ানি বিধি আনতে চায় মোদী সরকার। যা চালু হলে সব ধর্ম, জাত ও সম্প্রদায়ের মানুষের জন্য একটাই নিয়ম হবে। জানা গিয়েছে, সংসদের বাদল অধিবেশনেই পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি আইন। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
সরকারের শীর্ষস্তরের এক সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম দাবি করেছে, আইন মন্ত্রক ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু করেছে। যা আসন্ন বাদল অধিবেশনেই পেশ করা হতে পারে। সূত্রের খবর, আগামী ৩ জুলাই সংসদীয় স্ট্যান্ডিং কমিটি আইন কমিশনের প্রতিনিধিদের তলব করেছে। আইন কমিশন কিছুদিন আগেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ নাগরিকদের মতামত জানতে চেয়েছিল। আইন কমিশন কী তথ্য পেল সেটা খতিয়ে দেখতে চায় সংসদ বিষয়ক এবং আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। শোনা যাচ্ছে, তারপরই চূড়ান্ত করা হবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া। যা আসন্ন বাদল অধিবেশনেই পেশ করা হতে পারে লোকসভায়।