মোদী সরকার ক্ষমতায় আসার পর বারবার প্রশ্নের মুখে পড়েছে জনসাধারণের বাকস্বাধীনতা। কেউ প্রতিবাদের সুর তুললেই নানান সময় নেমে এসেছে রাষ্ট্রীয় কোপ। শাসকদলের রক্তচক্ষু-নজর থেকে রেহাই পাননি সাংবাদিকরাও। দেশজুড়ে মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে উগ্র হিন্দুত্ববাদীদের দৌরাত্ম্য। এবার তাদেরই নিশানায় মহিলা সাংবাদিক তথা ইউটিউবার তুলসী চান্দুর। তুলসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে নানানভাবে ভয় দেখানো হচ্ছে। হুমকি, শাসানি চলছে লাগাতার। নিয়মিতভাবে ধর্ষণ ও খুনের হুঁশিয়ারিও পাচ্ছেন ওই সাংবাদিক। যেকোনও মুহূর্তে তাঁকে হত্যা করা হতে পারে, এমনই আশঙ্কা করছেন তুলসী।
উল্লেখ্য, বিভিন্ন তেলুগু টেলিভিশন চ্যানেলে দীর্ঘ দেড় দশক যাবৎ সাংবাদিকতা করেছেন তুলসী। ২০২০ সালে নিজে শুরু করেন একটি ইউটিউব চ্যানেল। কয়েক বছরের মধ্যেই তাঁর ইউটিউব চ্যানেল জনপ্রিয়তা পেয়েছে। ২০২০ সালে ইউটিউব চ্যানেলে কামিং অব কমিউনালিজম শিরোনামে একটি ভিডিও রিলিজ করেন তুলসী। তারপর থেকেই দক্ষিণপন্থী ও কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন তাঁকে আক্রমণ করছে বলে অভিযোগ উঠছে। বিগত কয়েক বছর ধরেই তাঁকে হিন্দু-বিরোধী থেকে শুরু করে যৌনকর্মী পর্যন্ত তকমা দিচ্ছে কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। এহেন অসম্মানজনক ও ঘৃণ্য মন্তব্য আর সহ্য করতে না পেরে, ২৪শে জুন সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তুলসী। তিনি অভিযোগ করেন, তাঁকে হিন্দু-বিরোধী প্রমাণ করার চেষ্টা চলছে। তুলসীর বক্তব্য, দুর্নীতি নিয়ে আলোচনা, আর্থিক দুর্নীতি সামনে আনা, সাম্প্রদায়িক ভেদাভেদের বিরোধিতা করা; কখনওই হিন্দু-বিরোধী আচরণ হতে পারে না। এরপর তাঁর উপর গুলিও চলতে পারে বলে আশঙ্কা করছেন তুলসী।