রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই ভোট। তবে তার আগে ভোট নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে মনোনয়ন সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে। বুধবারই পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত এক মামলায় সশরীরে আদালতে হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে কমিশনের তরফে একটি হলফনামা জমা দেওয়া হয়েছে আদালতে।
স্ক্রুটিনি পর্বের পর কমিশনের তরফে দেওয়া হলফনামায় বিরোধীদের অভিযোগ উড়িয়ে বলা হয়েছে, ২০১৮-র থেকে এবার মনোনয়ন প্রত্যাহারের হার এবার অনেক কম। সেই সংক্রান্ত পরিসংখ্যানও জমা দেওয়া হয়েছে আদালতে। শুধু তাই নয়, হলফনামায় আরও বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছে কমিশন। আদালতে তারা জানিয়েছে, বর্তমান পরিস্থিতি, অতীতের ঘটনা, ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। এমনকী এই মর্মে সংশ্লিষ্ট জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান কমিশন।