বছরে ২ কোটি চাকরির সুযোগ তৈরির স্বপ্ন ফেরি করে ২০১৪ সালে দিল্লীর মসনদে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রতিশ্রুতিই সার। তিনি ক্ষমতায় আসার পর ৯ বছর পার হয়ে গিয়েছে। বছরে দু’কোটি চাকরির দিশা এখনও পর্যন্ত দেখাতে পারেনি তাঁর সরকার। এরই মধ্যে এবার ভারতে পর্যাপ্ত কর্মসংস্থান নেই, দেশজুড়ে চাকরির ঘাটতি রয়েছে বলে দাবি করে মোদী সরকারের অস্বস্তি বাড়ালেন খোদ বিজেপি সাংসদ জয়ন্ত সিনহা। তাঁর মতে, নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য আরও উদ্যোগ নিতে হবে দেশের সরকারকে। বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থান সৃষ্টি মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বুধবার, চেম্বার অফ কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে হাজারিবাগের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত বলেন, দেশের যুবদের ভাল ও উন্নতমানের কাজে নিযুক্ত করতে সরকারকে দ্রুত কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ করতে হবে। এখন যে হারে কাজ হচ্ছে, তা যথেষ্ট নয়। ১৮-৬৪ বছর বয়সী কোটি কোটি ভারতীয় আছেন, যারা কর্মক্ষম। তাদের কাজ দিতে হবে। আগামী এক দশকের মধ্যে কুড়ি কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দেশের সরকারকে। তিনি আরও বলেন, গ্রামীণ ভারতেও টায়ার থ্রি, ফোর শহরেও মানুষ ভাল চাকরি বা কাজ চান। কিন্তু আমরা (বিজেপি সরকার) তাদের ভাল মানের কাজের সুযোগ দিতে পারছি না। তাঁর মতে, ভারতকে টিকে থাকতে হলে, আর্থিক নীতিতে দ্রুত বদল আনতে হবে। বিপুল পরিমাণে বিনিয়োগ চাই।