কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। গত ৩ মে থেকে নতুন করে অশান্তি দানা বেঁধেছে এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে। আমজনতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী কারোরই নিরাপত্তা নিশ্চিত নয়। হাজার হাজার সেনা আধাসেনা নামিয়েও রাশ টানা যাচ্ছে না হিংসায়। এবার মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ অরুণাচল প্রদেশের রাজনীতিতে। সেখানে বিজেপি ছাড়লেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়াই।
মণিপুর পরিস্থিতির সঙ্গে অরুণাচলের তুলনা টেনে কুমার ওয়াই বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চল জুড়ে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর অপপ্রয়োগ চলছে। বিজেপি সরকার জনতার টাকা লুট করছে। গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে।’ বুধবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন কুমার ওয়াই। বেশ কিছু দিন ধরেই অরুণাচল প্রদেশের বিজেপির সরকারের কার্যকলাপের সমালোচনা করছিলেন তিনি।