মঙ্গলবার উত্তরবঙ্গ সফর সেরে ফেরার সময়ে তাঁর হেলিকপ্টারেরর জরুরি অবতরণের সময় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে কলকাতায় ফিরতেই তড়িঘড়ি এসএসকেএমের নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুর লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট লেগেছে। বুধবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকাল ফের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে পরীক্ষা করেছেন চিকিৎসকরা। আপাতত তিনি কদিন যাতে খুব বেশি চলাফেরা না করেন, তার পরামর্শ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে বলা হয়েছে, মঙ্গলবারের তুলনায় মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে ব্যাথাটা এখনও রয়েছে। বড় কথা হল, চলাফেরা করলে সেই ব্যাথা বাড়ছে। গতকাল চিকিৎসকদের একটি টিম ও একজন ফিজিওথেরাপিস্ট মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে দেখেছেন। দু’ঘণ্টা ধরে তাঁর ফিজিওথেরাপি সেশন চলেছে। তাঁকে ওষুধপত্র দেওয়া হয়েছে। সেই সঙ্গে এও পরামর্শ দেওয়া হয়েছে যাতে আপাতত চলাফেরা সীমিত রাখেন তিনি। নবান্ন সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি সেশন এখন কিছুদিন চলবে।