রেড রোডে ইদের নমাজে উপস্থিত থাকতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের নজরদারিতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হল নমাজ।
পঞ্চায়েতের ভোটপ্রচারে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টার দুর্বিপাকের মুখে পড়েন তিনি। কপ্টার জরুরি অবতরণ করে শিলিগুড়ির অদূরে সেবক এয়ারবেসে। কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মমতা। বাঁ হাঁটুর লিগামেন্ট এবং বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও চোট পেয়েছেন তিনি।
এই শারীরিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে ইদের নমাজে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতার বড় মসজিদ এবং নাখোদা মসজিদে, সকাল ৭টা নাগাদ টিপু সুলতান মসজিদে এবং সকাল সাড়ে ৮টা রেড রোডে নমাজে অংশ নেওয়ার কথা ছিল মমতার। কিন্তু চোট পাওয়ার কারণে নমাজে অংশ নিতে পারেননি তিনি। কিন্তু নমাজে অংশ নিতে না পারলেও বৃহস্পতিবার সকালে ফেসবুক পেজের মাধ্যমে সকলকে ইদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফেসবুক পেজের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।