ফের অশান্তিতে তোলপাড় হল বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। এবার ‘ডবল ইঞ্জিন’ যোগীরাজ্যে রাস্তায় প্রকাশ্যে ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। সূত্রের খবর, তরুণ দলিত নেতার পিঠে গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে আপাতত তিনি বিপন্মুক্ত। সাহারানপুর পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধেয় বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী গাড়িতে করে এসে আজাদের কনভয় লক্ষ্য করে গুলি চালায়। দুটি গুলি চালানো হয় সোজা আজাদকে টার্গেট করে। যার মধ্যে একটি পিঠ ছুঁয়ে গিয়েছে আজাদের।
প্রসঙ্গত, আজাদ দীর্ঘদিন ধরেই দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত। দলিত অধিকার নিয়ে একাধিকবার কেন্দ্র ও রাজ্য সরকার বিরোধী আন্দোলন করেছেন তিনি। দলিত যুবক-যুবতীদের মধ্যেও বেশ জনপ্রিয়। রাজনৈতিকভাবে তাঁর শত্রুর অভাব নেই। কিন্তু বুধবার কে বা কারা তাঁর উপর হামলা চালাল সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, ভীম সেনার প্রধান দিল্লীর কৃষক বিক্ষোভেও সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন। তাঁর সংগঠনও সক্রিয়ভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছিল। এই কৃষক আন্দোলনে যোগ দেওয়া দুই তরুণ নেতা তথা জনপ্রিয় মুখ সিধু মুসেওয়ালা এবং দীপ সিধুকে ইতিমধ্যেই খুন হতে হয়েছে। সেই একই ধাঁচে আজাদকেও খুনের চেষ্টা করা হয়নি তো? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এ নিয়ে সরব একাধিক মহল।