পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অস্বস্তিতে পড়ল বঙ্গ গেরুয়া-নেতৃত্ব। প্রসঙ্গত, কল্যাণী এইমসে পুত্র-বধূকে নিয়োগ কাণ্ডে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে তদন্ত করছে সিআইডি। সেই মামলায় এবার বঙ্কিমকে তলব করল রাজ্যের গোয়েন্দা সংস্থা। তবে বঙ্কিম সিআইডিকে জানিয়েছেন, তিনি পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত রয়েছেন। ভোট মিটলে তারপর হাজিরা দেবেন। বিজেপি সূত্রে খবর, তাতে সায় দিয়েছে সিআইডি।
উল্লেখ্য, একদা বঙ্কিম ছিলেন সিপিএম নেতা। বাম আমলেয বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। একুশের ভোটের কয়েক মাস আগে তিনি বিজেপিতে যোগ দেন। তারপর তাঁকে বিধানসভায় প্রার্থীও করে গেরুয়াশিবির। কল্যাণী এইমসে নিয়োগ মামলায় জড়িয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাও। অভিযোগ, নীলাদ্রিশেখর দানার মেয়েও অবৈধভাবে কল্যাণী এইমসে চাকরিতে ঢুকেছেন। নীলাদ্রির বাড়িতেও বার কয়েক হানা দিয়েছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা।