আগামী ৮ জুলাই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। আর সেই ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে একাধিক মামলা ঠুকেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি মেনে ৮২২ কোম্পানি বাহিনীতে গ্রিন সিগন্যাল দিয়েছে হাইকোর্ট। কিন্তু আদতে পঞ্চায়েত নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে? ভোটের ১১ দিন আগেও এই প্রশ্নের জবাব মিলল না।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে দাবি, স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে পাঠানো সম্ভব নয়। কাজ চালাতে হবে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েই। সূত্রের খবর, বুধবার এ বিষয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে কমিশন। তাদের যুক্তি, যেহেতু আদালতের নির্দেশেই মোট ৮২২ কোম্পানি চাওয়া হয়েছিল, তাই স্বরাষ্ট্রমন্ত্রকের অপারগতার বিষয়টি আদালতেই জানাবে কমিশন।
পঞ্চায়েত ভোটের জন্য কমিশনের আর্জিতে ২২ কোম্পানি বাহিনী ইতিমধ্যে রাজ্যে এসে গিয়েছে। পরে আদালতের নির্দেশে আরও ৮০০ কোম্পানি চাওয়া হয়। এর প্রেক্ষিতে গত সপ্তাহে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে বেশ কয়েক দফায় চিঠি চালাচালি হলেও সমাধান সূত্রে অধরাই। সূত্রের খবর, যে ৩৩৭ কোম্পানি বাহিনী পাওয়া যাচ্ছে, তা দিয়েই পঞ্চায়েত ভোট করবে বলে মনস্থির করেছে কমিশন। তবে আদালতকেও বিষয়টি জানিয়ে রাখা হচ্ছে।