সামনেই পঞ্চায়েত নির্বাচন সারা বাংলাজুড়ে। তার পর রাজ্যে ফের বাজতে চলেছে ভোটের দামামা। পঞ্চায়েত নির্বাচন মিটলেই রাজ্যসভার ৬ আসনে ভোট। আগামী জুলাই মাসের ২৪ তারিখে ভোটগ্রহণ। শুধু বাংলা নয়, একইদিনে গোয়ার ১ ও গুজরাটের ৩ রাজ্যসভা আসনেও ভোট হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। প্রসঙ্গত, জুলাই মাসে বাংলা থেকে রাজ্যসভার ৬ আসন ফাঁকা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী এবং সুখেন্দুশেখর রায়ের আসন। এদিকে গোয়ার লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। সেই আসনটিও এবার পূর্ণ হতে পারে। তবে এই আসনটিতে কোন প্রতিদ্বন্দ্বিতা হবে না। ভোটের অঙ্ক বলছে, ৬টি আসনের মধ্যে ৫টি থাকবে তৃণমূলের। কংগ্রেসের দখলে থাকা প্রদীপ ভট্টাচার্যের আসনটি বিজেপির দখলে যেতে পারে।
পাশাপাশি তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ আসনেই পুরনোদেরই মনোনীত করা হবে। তবে একটি আসনে হয়তো মুখ বদলাতে পারে। সেক্ষেত্রে নতুন মুখ কে হবে তা অবশ্য পঞ্চায়েত ভোটের পরই সিদ্ধান্ত নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিকে গোয়ার লুইজিনহোর বদলে কাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল সেদিকেও নজর রাকা হবে। আগামী বছরের লোকসভা নির্বাচনকে মূল লক্ষ্য করে ভিনরাজ্যের কাউকে দল থেকে মনোনয়ন দেওয়া হয় কি না, সেদিকেও নজর রাখবেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।