উত্তরবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রচার চলাকালীন হঠাৎই আহত হলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বাগডোগরায় ফেরার সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে তাঁর হেলিকপ্টার। পায়ে ও কোমরে চোট লাগে মমতার। ফোন করে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ পঞ্চায়েত ভোটপ্রচারে জলপাইগুড়ি পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। ক্রান্তিতে ছিল তাঁর জনসভা। সেখান থেকে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার বাগডোগরা পৌঁছনোর আগেই দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। যার জেরে পা ও কোমরে আঘাত পান মমতা। দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে দিক বদল করেন হেলিকপ্টারের পাইলট। এরপর সেবকের এয়ার বেসে জরুরি অবতরণ করা হয় হেলিকপ্টারটি।
উল্লেখ্য, সাধারণত কোনও এয়ার বেসে জরুরি অবতরণের সময় কর্তৃপক্ষের থেকে আলাদা করে অনুমতি নিতে হয়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয়, যে আর অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করেননি পাইলট। সেবক থেকে বাগডোগরা হয়ে কলকাতায় ফিরে নিজের গাড়িতেই এসএসকেএম হাসপাতালের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। যদিও তাঁর জন্য বিমানবন্দরের বাইরে অ্যাম্বুল্যান্স রাখা হয়েছিল। তবে মমতাকে নিজের গাড়ির সামনের সিটে গিয়েই বসতে দেখা যায়। এসএসকেএমে পৌঁছে নিজের পায়ে হেঁটেই ভিতরে যান। যদিও তাঁকে খোঁড়াতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর কতখানি গুরুতর, তা পরীক্ষা করে দেখা হবে। মমতার হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ার খবর কানে যেতেই তাঁকে ফোন করে শারীরিক পরিস্থিতির খবর নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।