বিতর্ক পিছু ছাড়ছে না মোদী সরকারের। এবার ইস্যু রেশন। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরেই বন্ধ হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায়। সেই সময়ই সব রাজ্যকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিল কেন্দ্র। করোনা অতিমারীর সময় থেকে চলা এই প্রকল্প বন্ধ হলেও জানিয়ে দেওয়া হয়েছিল যে, ২০২৩ সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা সুবিধাভোগীরা বিনামূল্যে রেশন পাবেন। সেই ব্যবস্থাকেই ২০২৪ নির্বাচনের আগে প্রচারের অন্যতম অস্ত্র করতে চাইছে বিজেপি। এমনই অভিযোগে সরব হল ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, সম্প্রতি ‘ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া’র তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সারা দেশে অবস্থিত ৫ লক্ষ ৩৮ হাজার ফেয়ার প্রাইস শপে নরেন্দ্র মোদীর ছবি লাগানো টিন প্লেটের পোস্টার রাখতে হবে!
স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন ডিলাররা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ”এই নির্দেশের পিছনে একটাই কারণ। আগামী বছরের নির্বাচন। নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের মাধ্যম হিসেবে রেশন দোকানগুলিকেই বেছে নেওয়া হয়েছে।” তিনি জানাচ্ছেন, জুন ও জুলাই, এই দুই মাস তাঁরা গণস্বাক্ষর অভিযান চালাবেন। যে ৫ কেজি রেশন বাদ দেওয়া হয়েছে সেটা ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে। পাশাপাশি বিশ্বম্ভরবাবুর কটাক্ষ, ”প্রচার করুন। কিন্তু প্রচারের মতো প্রচার করুন। আমজনতা, গরিব মানুষকে বোকা বানাবেন না।” উল্লেখ্য, ২০২০ সালে কোভিড অতিমারী ও লকডাউনের দিকে তাকিয়ে কেন্দ্র দরিদ্রদের জন্য বিনামূল্যে রেশনের ঘোষণা করেছিল। পরপর ২ বছর তা দেওয়ার পর ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে বন্ধ হয়ে যায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। যার পর দেশজুড়ে উঠেছিল বিতর্কের ঝড়। সমালোচনায় সরব হয়েছিল বিরোধী দল-সহ একাধিক মহল।