নদিয়ার সভা থেকে রাজ্যের বিরোধী দলগুলির উদ্দেশ্যে একের পর এক তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর থেকে ১০ গুণ জেদ আমার। দিল্লির বুক থেকে টাকা ছিনিয়ে আনব। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বিজেপি নেতারা। মানুষের টাকা মেরে ফুলে ফেঁপে উঠেছে। বিজেপির কোনও নেতা ভোট চাইতে আসলে বলুন, শেষ চার বছরে কি কাজ করেছেন? রিপোর্ট কার্ড কোথায়? জেনে রাখুন বিজেপি আসলে উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে। ২ হাজার টাকার নোট এনেছিল। কেন আজ বদল করতে হল? মোদিজী আপনার দৃষ্টিভঙ্গী বদলান।”
অভিষেক বলেন, ‘গদ্দার, মীরজাফর বিজেপিতে৷ বিজেপির সব আছে মানুষ নেই৷ আমাদের কাছে ইডি, সিবিআই নেই৷ কিন্তু মানুষ আছে। ধন্যবাদ জানাই হাইকোর্টকে, কেন্দ্রীয় বাহিনীর জন্য। প্রতি বুথে ৫ জন করে কেন্দ্রীয় বাহিনী দিন। এতে তৃণমূলের ভোট আরো বাড়বে, বিজেপির ভোট কমবে। পঞ্চায়েতে ১০০% মনোনয়ন হয়েছে এবার। আগের বার ৩৪% আসনে নির্বাচন হয়নি’।
তিনি আরও বলেন, ‘রাণাঘাট একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। আগামীদিনেও থাকবে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, ১৮ চাকরি দেয়নি। নিজের লোককে চাকরি দিয়েছেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি জোট পঞ্চায়েতে। এক পোস্টারে পদ্ম-হাত-কাস্তে। সিবিআই, ইডি, নোটিশ দিয়েছে৷ আমরা বেইমান নই৷ আমরা গদ্দার, মীরজাফর নই’।