সুসময়ের দেখা নেই পদ্মশিবিরে। দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। কিন্তু নিষ্প্রভ বঙ্গ বিজেপি। দেখা যাচ্ছে, বাংলার কোনও জেলাতেই ১০০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেনি তারা। হাওড়া, বর্ধমান, বীরভূম, দুই ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদের মতো একাধিক জেলায় বিজেপির সংগঠনের হাল বড়ই করুণ। দলের এহেন দশা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দিল্লীর গেরুয়া-নেতাদের। আগামী বছর দেশজুড়ে লোকসভা ভোট। এই সাংগঠনিক পরিস্থিতি নিয়ে লড়াই হবে কী করে? দলের অন্দরে মাথাচাড়া দিয়েছে এমনই সংশয়
প্রসঙ্গত, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ৯০ শতাংশের বেশি আসনেই প্রার্থী দিয়েছে গেরুয়াশিবির। দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলায় ৮০ শতাংশের বেশি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। মালদহ এবং উত্তর দিনাজপুরে ৫০ শতাংশ আসনে প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি। জঙ্গলমহলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ৭০ শতাংশেরও বেশি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। কেবলমাত্র উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের সংগঠনের উপর ভর করে লোকসভা নির্বাচনে যে লড়াই করা যাবে না, তা জানে বিজেপি শীর্ষ নেতারা। দক্ষিণবঙ্গে গেরুয়া-শিবিরে কার্যত শনির দশা। মুর্শিদাবাদে মাত্র ২৯ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বীরভূমে ৪৫ শতাংশ আসনে। অর্থাৎ, দক্ষিণবঙ্গের বিজেপি সংগঠনের অবস্থা তথৈবচ। যা মাথাব্যথা বাড়াচ্ছে দলের অন্দরে। স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন শীর্ষস্থানীয় নেতারা।