বাংলাজুড়ে শুরু হয়েছে গিয়েছে বর্ষার ইনিংস। সোমবারের মতো মঙ্গলবারও সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। কলকাতায়ও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সামান্য ভিজতে পারে উপকূল সংলগ্ন এলাকা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
পাশাপাশি জানা গিয়েছে, বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ইতিমধ্যেই তিস্তা-তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর বাড়ছে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। নদীর জলস্তর আরও বাড়তে পারে। সূত্র জানাচ্ছে, আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা নামবে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও বিদর্ভ, উড়িষ্যা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া, কেরালা, মাহে এবং রাজস্থানে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লী-সহ দেশের বিভিন্ন এলাকায়। শুক্রবার বৃষ্টি বাড়তে পারে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহবিদরা।