‘দিনহাটায় গুলি কাণ্ডে অ্যাকশন নিচ্ছি’, জলপাইগুড়ির সভা থেকে জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়ন গুহর সুরে সুর মিলিয়ে দাবি করলেন, ঘটনার নেপথ্যে বাংলাদেশ থেকে আনা দুষ্কৃতীরা। নিশানা করলেন বিএসএফ-কেও।
মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির ক্রান্তিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দিনহাটা প্রসঙ্গে মুখ খোলেন তিনি। দাবি করেন, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসেই গুলিতে খুন করেছে তাঁদের দলের কর্মীকে। অ্যাকশান নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এরপরই নিশানা করেন বিএসএফ’কে। বলেন, ‘আমি বিএসএফকে বলব নিরপক্ষেভাবে কাজ করতে। মানুষের পাশে থেকে কাজ করতে’। নিশানা করেন বিজেপিকে। গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। এদিন দৃঢ়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল জিতবেই। পঞ্চায়েত, জেলা পরিষদ সব জায়গাতেই জিতবে শাসকদল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ যদি টাকা চায় কোনও কারণে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন’।