দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার পুরসভা নির্বাচন বাদ দিয়ে যে কোনও নির্বাচনে কার্যত নিয়ন্ত্রক হয়ে ওঠেন চা শ্রমিকেরা। তাঁদের ভোট যে দিকে যায়, সেদিকেই পাল্লা ভারী হয়ে যায়। ঠিক যেমনটি দেখা গিয়েছিল উনিশ ও একুশের ভোটে। লোকসভা ও বিধানসভা ভোটে চা শ্রমিকদের কাছে টেনে বাজিমাত করেছিল পদ্মফুল শিবির। কিন্তু সেই চা বলয়ে রাজনীতির হাওয়া খুব দ্রুত গতিতে ঘুরছে এখন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখে চা শ্রমিকেরা এখন তৃণমূলমুখী। এমনটাই দাবি ৪ জেলার তৃণমূল নেতাদের। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রাখছেন চা শ্রমিকেরা। তাঁদের সমর্থন আবারও ফিরছে তৃণমূলের দিকেই। পঞ্চায়েত নির্বাচনেই মিলবে তার প্রমাণ। বিজেপিকে এবার ধাক্কা খেতে হবে চা শ্রমিকদের কাছ থেকে।