কথায় আছে, ‘যে মেঘ গর্জায়, সেই মেঘ বর্ষায় না’। বঙ্গ সিপিএমেরও যেন এখন সেই দশা। তাদের সমস্ত তর্জন-গর্জন যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ, বাস্তবে যে সংগঠনের হাল শোচনীয় এবার ফের মিলল তার প্রমাণ। সোমবার পুরুলিয়ার রঘুনাথপুর দুই ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েতের কলাগাড়ায় দুই সিপিএম প্রার্থী সদলবলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ওই এলাকায় আর কোনও রাজনৈতিক দলের প্রার্থী না থাকায় কার্যত দুটি গ্রাম পঞ্চায়েতের আসনে জয় পেতে চলেছে শাসক দল তৃণমূল।
রঘুনাথপুর দুই ব্লকের তৃণমূল কার্যালয়ে হয় যোগদান পর্ব। পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির বিদায়ী কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া বলেন, ‘ওই দুই সিপিএম প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে ভোটের আগেই তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন। তাই আমরা তাঁদেরকে দলে স্বাগত জানাই।’
জানা গিয়েছে, নতুনডি গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের আয়েশা বিবি ও ৯ নম্বর সংসদের শেখ মহরামের সঙ্গে ওই এলাকার আরও তিন সিপিএম নেতা— রমজান আনসারি, গফফর আনসারি, নঈম আনসারী শাসক দলে যোগ দেন। শেখ মহরাম বলেন, ‘আমরা আগে তৃণমূল করতাম। আমাদের মধ্যে স্থানীয় স্তরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই জন্য আমরা সিপিএমে গিয়েছিলাম। সিপিএমের তরফে মনোনয়ন জমা করি। কিন্তু এখন আমাদের ভুল বোঝাবুঝি কেটে গিয়েছে। তাই আমরা তৃণমূলে যোগদান করলাম। দলের হয়ে ভোট প্রচার করব।’