ভোটের ময়দানে ফের গুলি। মঙ্গলবার সকালে কোচবিহারের দিনহাটা-১ ব্লকের গীতালদহ গ্রামপঞ্চায়েতের জারিধরলা গ্রাম। সেখানে গুলি চালনার অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি করার অভিযোগ ওঠে। এই ঘটনায় এক তৃণমূল কর্মীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। জখম হয়েছেন ৬ জন।
জানা গেছে, সীমান্তবর্তী জারি ধরলা গ্রামে তৃণমূল ও বিজেপির মধ্য়ে অশান্তি ছড়িয়েছে। গীতালদহে এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। বাবু হক নামে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। ঘটনায় জখম হয়েছেন আরও ৬ জন। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। যদিও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।