আরও এক কুখ্যাত গ্যাংস্টারের নিধন হল যোগী রাজ্যে। উত্তরপ্রদেশের বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ‘মাফিয়াকো মিট্টি মে মিলা দেঙ্গে’ (অর্থাৎ মাফিয়াদের মাটির সঙ্গে মিশিয়ে দেব)। সেটাই ঘটছে একের পর এক। পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানার পরে এবার কৌসাম্বিতে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল গ্যাংস্টার গুফরানকে।
জানা গেছে, উত্তরপ্রদেশের প্রতাপগড় ও সংলগ্ন জেলাগুলিতে রাজত্ব করত এই গুফরান। খুন, জখম, ডাকাতি, অপহরণ, তোলাবাজি কিছুই বাদ ছিল না। ওইসব এলাকার ত্রাস হয়ে উঠেছিল গুফরান ও তার দলবল। কম করেও ১৩টি খুনের মামলা চলছিল তার বিরুদ্ধে। তাছাড়া অপহরণ, তোলাবাজির মামলা তো ছিলই। পুলিশ হন্যে হয়ে গুফরানের ডেরার খোঁজ করছিল। গ্যাংস্টার গুফরানের মাথার দাম উঠেছিল ১ লাখ টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে সাত সকালেই কৌসাম্বির গোপন ডেরায় অভিযান চালায় পুলিশ। পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় গ্যাংস্টারকে।