নজরে চা বলয়। তাই গত বছরেই চা শ্রমিকদের সম্মেলনে সভা করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত জুলাই মাসেই তিনি সভা করেছিলেন ধূপগুড়িতে। এরপর মালবাজারে চা-বাগানের শ্রমিকদের নিয়ে তিনি সভা করে গিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে আজ সভা করবেন তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটের আগে আজকের জলপাইগুড়ি জেলা সফর জেলা তৃণমূল কংগ্রেস ভোট প্রচারের প্রস্তুতি হলেও অনেকেই বলছেন আসলে লোকসভা ভোটের প্রস্তুতি চা-বলয়ে শুরু করে দিল বাংলার শাসক দল।তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, দলের শ্রমিক সংগঠনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আগামী দিনে ফের চা শ্রমিকদের সমাবেশ করবেন।
উত্তরবঙ্গের চা–বলয়ে বিজেপির শক্তি রয়েছে মূলত শ্রমিকদের মধ্যে সংগঠনকে ঘিরেই। তাই নতুনভাবে গঠিত তৃণমূল কংগ্রেস চা–বাগান শ্রমিক ইউনিয়নের ব্যানারে গত ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে সমাবেশ করার টার্গেট নিয়েছিলেন। সেখানেই তিনি চা-শ্রমিকদের জন্য নানা ইস্যুকে তুলে ধরেছিলেন। এ ছাড়া প্রশাসনিক সভাতে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের শ্রমিকদের জন্য নানা রকম পরিকল্পনা গ্রহণ করেছিলেন৷ সেই কাজও চলছে।
আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ির মোট ১৬৬টি চা–বাগানে গেট মিটিং শুরু হয়েছে। রাজ্য নেতৃত্বকে এখানে বিনা নোটিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকদের স্বার্থে লাগাতার গেট মিটিং কর্মসূচি চালাতে বলা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর জলপাইগুড়ির মালবাজারে চা–বাগান সংগঠনের সম্মেলন হয়। সেখানেও চা-শ্রমিকদের জন্য নানা সুবিধার কথা বলেছিলেন।