ভোট-পূর্ববর্তী আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মাত্র ১২ দিন আগে ডোমকলে সন্ধেয় গুলিবিদ্ধ হলেন ৪ জন তৃণমূল কর্মী। হামলার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ডোমকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে। তার আগে নির্বাচনী প্রচারে আজ সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
আহত ৪ তৃণমূল কর্মীকে বহরমপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের কারওর মাথায় আঘাত লেগেছে তো কেউ বোমার আঘাতে জখম হয়েছে। চারজনই গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী আসাদুল ইসলাম। জখমরা হলেন আকবর শেখ ও তাঁর ছেলে নিউটন শেখ, আলি শেখ ও তাঁর ২০ বছরের ছেলে সাগর শেখ। এ প্রসঙ্গে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “সিপিএমের এধরনের কাজ করার কোনও প্রয়োজন নেই। তৃণমূল সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়ছে।” ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। “সিপিএম সতর্ক হোক। এধরনের কাজ করলে এরপর আর ওরা (সিপিএম) বাড়ি থেকে বেরতে পারবে না”, স্পষ্ট হুঁশিয়ারি তাঁর।