চলতি বছরের অক্টোবরেই ভারতের মাটিতে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা। ভারত-পাকিস্তান মহাযুদ্ধ নিয়ে জল্পনার শেষ নেই। শেষ পর্যন্ত কোথায় আয়োজিত হবে এই ম্যাচ? জানতে আগ্রহী প্রত্যেকেই। এখনও পর্যন্ত বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে আগামী মঙ্গলবার মুম্বইয়ে ওয়ানডে বিশ্বকাপ সূচি ঘোষণা হয়ে যেতে পারে। সেদিন মুম্বইয়ে আইসিসি ও ভারতীয় বোর্ড কর্তারা উপস্থিত থাকবেন। সেখানেই একযোগে বিশ্বকাপ সূচি ঘোষণা হওয়ার কথা। আর এও শোনা যাচ্ছা, আহমেদাবাদকেই রাখা হবে বিশ্বকাপের ভারত-পাক মহারণের কেন্দ্র হিসেবে। প্রথমে ঠিক ছিল, ওভালে গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় বিশ্বকাপের সূচি ঘোষণা করবে আইসিসি। কিন্তু এশিয়া কাপ নিয়ে সেই সময় এতটাই টালবাহানা চলছিল যে, বিশ্বকাপের সূচি ঘোষণা করা যাচ্ছিল না। কারণ-পাকিস্তানের দাবি মেনে হাইব্রিড মডেলকে অনুমোদন দিয়ে এশিয়া কাপ হবে, নাকি ভারতের দাবি মেনে নিরপেক্ষ কেন্দ্রে, তা নিয়ে অব্যাহত ছিল জট।
উল্লেখ্য, পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছিল যে, হাইব্রিড মডেলকে খারিজ করে পাকিস্তানে গোটা কয়েক ম্যাচ না দিলে তারা এশিয়া কাপ তো খেলবেই না, উপরন্তু ভারতে বিশ্বকাপ খেলতেও যাবে না। কিন্তু শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুমোদন পেয়ে যাওয়ায় ধরে নেওয়া হয়, বিশ্বকাপে পাকিস্তানের আসা নিয়ে জটিলতাও কেটে যাবে। আহমেদাবাদে ভারত ম্যাচ খেলতেও তারা আর আপত্তি তুলবে না। কিন্তু পাকিস্তান পুরোটাই নিজেদের দেশের সরকারের উপর ছেড়ে দিয়ে এখনও টালবাহানা চালিয়ে যাচ্ছে। আইসিসিকে সেই মর্মে একটা চিঠিও পাঠায় তারা। বলে যে, তারা চায় কয়েকটা ম্যাচের কেন্দ্র বদলানো হোক। সঙ্গে এটাও বলে, পুরোটাই তাদের সরকারের অনুমোদন সাপেক্ষ। তবে সূত্র জানিয়েছে, এবার আইসিসি ঠিক করেছে যে, তারা আর অপেক্ষা করবে না। পাকিস্তান আহমেদাবাদে ভারত ম্যাচ খেলবে ধরে নিয়েই তারা সূচি প্রকাশ করতে চলেছে বলে আপাতত খবর পাওয়া গিয়েছে। কারণ, স্পনসরদের থেকে প্রবল চাপ আসছে। আইসিসি-র কর্তৃপক্ষের একাংশের বক্তব্য হল, পাকিস্তান কয়েকটা ম্যাচের কেন্দ্র বদলানোর আবেদন করেছে চিঠিতে। কিন্তু নির্দিষ্ট করে ভারত ম্যাচ আহমেদাবাদ থেকে সরাতে হবে, কোথাও বলেনি। যে কারণে, ১৫ই অক্টোবরের আহমেদাবাদে ভারত ম্যাচ পাকিস্তান খেলবে বলে আপাতত ধরে নিচ্ছে আইসিসি। বলা হচ্ছে, ভবিষ্যতে যদি আহমেদাবাদ নিয়ে জটিলতা দেখা দেয়, তখন অন্য পথ ভাবা হতে পারে। কিন্তু এখন আর অপেক্ষা করা হবে না। ফলত, মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণা করে দেওয়া হতে পারে। আর সূত্র জানাচ্ছে, ইডেন দক্ষিণ আফ্রিকা ম্যাচ আয়োজনের দায়িত্ব বর্তাতে পারে ইডেনের কাঁধেই। যা শুনে উত্তেজিত কলকাতার ক্রিকেটপ্রেমীরা।