শেষমেশ তদন্তের দায়িত্ব গেল রাজ্য পুলিশের কাঁধেই। সম্প্রতি উলুবেড়িয়ার দুই সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র বিকৃতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু সেই নির্দেশ এবার খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ তা খারিজ করে দিয়ে ওই সংক্রান্ত তদন্তভার রাজ্য পুলিশেকেই দিয়েছে। তবে ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছে, আদালতের নজরদারিতেই রাজ্য পুলিশকে এই তদন্ত করতে হবে।
উল্লেখ্য, এব্যাপারে এক বিচারপতির কমিশনও গড়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি দেবীপ্রসাদ দে-কে। দুই সিপিএম প্রার্থী কাশ্মীরা বিবি ও ওমজা বিবির অভিযোগ ছিল, তাঁদের মনোনয়নপত্র বিকৃত করে স্ক্রুটিনিতে বাদ দেওয়া হয়েছে। তারপর বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি বলে দাবি করেন তাঁরা। এরপর হাইকোর্টে মামলা করেন কাশ্মীরা এবং ওমজা। বিচারপতি অমৃতা সিনহা সব শুনে সিবিআইকে দায়িত্বভার দেন তদন্তের। বিচারপতি সিনহা বলেন, যেহেতু রাজ্য সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাই রাজ্য পুলিশকে এই তদন্তভার দিলে নিরপেক্ষতা রক্ষিত হবে না। তাই সিবিআইকে তদন্তভার দেওয়া হচ্ছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। সেই মামলাতেই এদিন আদালত জানাল, রাজ্য পুলিশই তদন্ত করবে।