রবিবারই শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগ। প্রতিযোগিতায় জয় দিয়েই নিজেদের অভিযান শুরু করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। রবিবার লিগের প্রথম ম্যাচে তারা ২-০ গোলে হারিয়ে দিল সাদার্ন সমিতিকে। দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। টুইট করে দলকে শুভেচ্ছা জানান অভিষেক। এদিনের ম্যাচে প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকলেও সাদার্নের জালে বল করতে পারেনি ডায়মন্ড হারবার। গোলের সামনে গিয়ে একাধিক সুযোগ নষ্ট করেছে তারা। উল্টোদিকে বেশ কয়েকবার গোল করার জায়গায় চলে এসেছিল সাদার্নও। কিন্তু সঠিক স্ট্রাইকারের অভাবে গোল হয়নি।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে কিবু ভিকুনার দল অনেক বেশি আগ্রাসী হয়ে নামে। তারই ফলস্বরূপ দুটি গোল আসে। ৬৫ মিনিটের মাথায় প্রথম গোল সুপ্রতিপ বারুইয়ের। তিন মিনিট পরে দ্বিতীয় গোল করেন সুপ্রিয় পণ্ডিত। বাকি ম্যাচে আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি তারা। কলকাতা লিগের প্রথম দিনে বেশ কিছু উদ্বোধনী আয়োজন করেছিল আইএফএ। কিশোর ভারতী স্টেডিয়ামে লেজার শো দর্শকদের মাতিয়ে রাখে। ছিল নাচের অনুষ্ঠান এবং কলকাতা পুলিশ ব্যান্ডের পারফরম্যান্স। দর্শকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।