তাঁর সরকার ‘মা-মাটি-মানুষ’-এর সরকার। আর তাই বারবারই জনতার দরবারে ফিরে যান তিনি। এমনকী নিজের দলের কারও ভুলত্রুটির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ক্ষমাপ্রার্থনা করতেও দ্বিধা নেই তাঁর। এবার পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে ক্ষমাও চাইলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কেউ যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, তাহলে তাঁদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল বুঝবেন না যেন।’
সোমবারই কোচবিহার থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন মমতা। এদিন চান্দামারির জনসভা থেকে তিনি জনতার সামনে হাত জোড় করে বলেন, ‘কেউ যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, তাহলে তাঁদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল বুঝবেন না। কেউ দুষ্টুমি করলে করলে দুটো চড় মারুন। এই অধিকার আছে আপনাদের।’ তবে এই প্রথম নয়। এর আগেও ভোট প্রচারে গিয়ে তাঁকে জনতার উদ্দেশে বলতে শোনা গিয়েছে, ‘আমিই প্রার্থী, আমাকেই ভোট দিন।’ আবার কখনও এও বলেছেন, ‘প্রার্থী কে, দেখার দরকার নেই। আপনারা ভোটটা দেবেন তৃণমূলকেই। আর আমাদের দলের কারও কোনও ভুলত্রুটি হলে, আমি ক্ষমা চাইছি। শাস্তি দিন, কিন্তু ভুল বুঝে দূরে সরে যাবেন না।’