শিক্ষাক্ষেত্রে সারা ভারতের মধ্যে ফের উজ্জ্বল হল বাংলার নাম। সোমবারই দেশের সেরা ১০০টি কলেজের তালিকা প্রকাশ্যে এনেছে ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। আর সেখানে ঠাঁই হয়েছে বাংলার মোট ৮টি মহাবিদ্যালয়ের। গত বছরে সেরা ১০০ কলেজের তালিকায় বাংলার ৭টি কলেজ ছিল। এবছর তালিকায় যুক্ত হয়েছে আরও একটি। সেই নবতম সংযোজন হল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এটি উঠে এসেছে পঞ্চম স্থানে। অন্যদিকে, অষ্টম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ রহড়া। তবে এই বছর হতাশ করেছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। ২০২২ সালে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির নবম স্থানে ছিল। সেই কলেজ এবছর চলে গিয়েছে ১৫ নম্বর স্থানে। তবে সার্বিকভাবে এই তালিকা রাজ্যের জন্য সুসংবাদ। গতবার যে তিনটি কলেজ প্রথম সেরা তিনে ছিল, সেই কলেজগুলির কোনরকম পরিবর্তন হয়নি। গতবারের মতো এ বছরেও প্রথম স্থানে আছে মিরান্ডা কলেজ, হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সিং কলেজ।পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এ বছর ২০২৩ সালের সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ৭০.৮, গতবার সেন্ট জেভিয়ার্স কলেজের স্কোর ছিল ৬৯.৫৪।
উল্লেখ্য, গত বছর ১৩ নম্বরে ছিল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া। ১৩ নম্বর থেকে সোজা প্রথম দশের মধ্যে চলে এসেছে এই কলেজটি। বর্তমানে এই কলেজটি রয়েছে আট নম্বরে। ৬৭.৫৬ থেকে স্কোর বেড়ে হয়েছে ৬৯.৫৩। রামকৃষ্ণ মিশন বেলুড় বিদ্যামন্দির গত বছর ৯ থেকে বর্তমানে চলে গিয়েছে ১৫ নম্বরে। বেলুড়ের স্কোর ছিল ৬৯.২৪, এবার কমে হয়েছে ৬৭.৩৮-তে। ২০২১ সালে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ছিল পঞ্চম স্থানে বর্তমানে তা ১৫তম স্থানে। ১৯তম স্থানে আছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। গত বছরের স্কোর ছিল ৬৫.১৭, বর্তমান স্কোর হয়েছে ৬৫.০৫।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের সেরা ১০টি কলেজের তালিকা :
১.মিরান্ডা কলেজ।
২.হিন্দু কলেজ।
৩.প্রেসিডেন্সি কলেজ।
৪. পিএসজিআর কৃষ্ণাম্মাল কলেজ ফর উইমেনস।
৫.সেন্ট জেভিয়ার্স কলেজ।
৬.আত্মারাম সনাতন ধর্ম কলেজ।
৭.লয়লা কলেজ।
৮.রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া)।
৯.কিরোরি মাল কলেজ।
১০.লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের সেরা ১০০ কলেজের মধ্যে বাংলার কলেজগুলির নাম :
১. সেন্ট জেভিয়ার্স কলেজ (৫)
২. রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, রহড়া (৮)
৩. রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় (১৫)
৪. রামকৃষ্ণ মিশন আবাসিক, নরেন্দ্রপুর (১৯)
৫. রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ, মেদিনীপুর (৬৪)
৬. মেদিনীপুর কলেজ (৭৩)
৭. বেথুন কলেজ, কলকাতা (৭৮)
৮. স্কটিশ চার্চ কলেজ, কলকাতা (১০০)