কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার বঞ্চনার অভিযোগ তুলেছেন বাংলার নেতা-মন্ত্রীরা। কোচবিহারের প্রথম নির্বাচনী সভা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল সেই একই অভিযোগের সুর। পঞ্চায়েত নির্বাচনে জিতে টাকা আদায় করে আনার আশ্বাসও দিলেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করতে সোমবার কোচবিহারের চান্দামারিতে জনসভা করেন তিনি। মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান। বলেন, ‘আমরা টাকা আদায় করে ছাড়ব। পঞ্চায়েতে জিতে আদায় করব। ১০০ দিনের কাজ করে টাকা দেয়নি। বাংলা থেকে টাকা তুলে নিয়ে যায়। তার একটা অংশ আমাদের দেয়’। এছাড়া তাঁর অভিযোগ, ‘বাংলার বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি। আমরা বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করব। একটু অপেক্ষা করুন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে জিতে টাকা নিয়ে আসব’।
উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবর্ষের হিসেব অনুযায়ী, মনরেগা প্রকল্প বা ১০০ দিনের কাজে মাইলস্টোন ছুঁয়েছে বাংলা। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে এ রাজ্যেই। ২০২১-২০২২ অর্থবর্ষে এই প্রকল্পে ১ কোটি ১ লক্ষ মানুষ কাজ পেয়েছে এ রাজ্যে। যা দেশের মধ্যে সর্বোচ্চ। কর্মদিবস তৈরির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা।