দেখামাত্র শিউরে উঠছেন সবাই! অভাবনীয় নৃশংসতার সাক্ষী রইল কর্ণাটক। নেটমাধ্যমে আজ একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি অন্য একজনের গলা কাটছে। তার পর যে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে, তা পান করছে। কর্ণাটকের চিক্কাবল্লারপুরে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি যখন গলা কেটে রক্ত পান করছে, তখন মোবাইলে সেই ঘটনার ভিডিও রেকর্ড করেছে তারই বন্ধু! পুলিশ জানিয়েছে, অভিযুক্তর নাম বিজয়। সে মরেশের গলা কেটে রক্তপান করেছে। পুলিশের সন্দেহ, এই ঘটনার নেপথ্যে বিজয়ের স্ত্রীয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে গত ১৯শে জুন। বিজয় তার বন্ধু জনকে সঙ্গে নিয়ে মরেশকে ডেকেছিল। তারপর তাকে কাছের জঙ্গলে আড্ডা মারতে নিয়ে যায় সে। তার পর সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মরেশের গলা কাটে বিজয়। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন মরেশ। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসার পর বাড়ি পাঠানো হয়েছে মরেশকে। ঘটনাটি ঘিরে এখনও আতঙ্কের রেশ রয়েছে সারা এলাকায়।