গোমাংস রাখার বা বহন করার অভিযোগে মারধর, নির্যাতন এমনকি খুন, এদেশে নতুন নয়। প্রায়ই দেশের নানা প্রান্ত থেকে সামনে এসেছে এমন ঘটনা। স্বঘোষিত গোরক্ষকবাহিনীর অতিসক্রিয়তায় একাধিক প্রাণ গেছে, যার বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের। গত বছরের নভেম্বর মাসেই ছত্তীসগড়ে দুই দলিত যুবককে পিটিয়ে থানায় নিয়ে যাওয়া হয়, অভিযোগ ছিল যে ওই দু’জন বস্তায় ভরে গরুর মাংস নিয়ে যাচ্ছিলেন। বিহারে ফ্রিজে গোমাংস রাখার অভিযোগ খুন হয়েছেন মুসলিম প্রৌঢ়।
ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। এবার ঘটনাস্থল মহারাষ্ট্র। গোমাংস পাচার করার অভিযোগে দুই ব্যক্তিকে মারধর করা হল নৃশংস ভাবে। এর ফলে মৃত্যু হয় এক যুবকের। আরও একজন আহত অবস্থায় ভর্তি হাসপাতালে।
আফান আনসারি নামে বছর ৩২ এর ওই যুবক একটি গাড়ি বোঝাই করে মাংস নিয়ে যাচ্ছিলেন। সেই মাংসই গোমাংস বলে সন্দেহ করে তাঁর ওপর চড়াও হয় এক দল দুষ্কৃতী। আফান এবং তাঁর সঙ্গী দু’জনকেই নৃশংস ভাবে মারা হয় ধারাল অস্ত্র দিয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশবাহিনী। সাব ইন্সপেক্টর সুনীল ভামরে বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি গুরুতর জখম অবস্থায় সেখানে পড়ে আছেন দুই ব্যক্তি।’ এরপর পুলিশের পক্ষ থেকেই আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। পরে হাসপাতালেই মারা যান আফান। অন্য জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে।