গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর একে একে রাজ্যের সব জেলায় তিনি জনসংযোগ থেকে রোড শো এবং জনসভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মানুষের ঘরে গিয়ে সমস্যার কথা শুনেছেন। গ্রামবাংলার মত নিতে বেরিয়েছেন। এবার দক্ষিণবঙ্গে পঞ্চায়েত প্রচার শুরু করছেন অভিষেক। আগামিকাল, ২৭ জুন নদিয়ার হাঁসখালিতে জনসভা করবেন তিনি৷ এর পর চলে যাবেন মূর্শিদাবাদের ডোমকলে। সেখানে রোড শো করবেন।
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর তার আগে লাগাতার প্রচারে তৃণমূলের উন্নয়নমূলক কাজ একেবারে দুয়ারে দুয়ারে পৌঁছে দিতেই আরও একবার ময়দানে নামছেন অভিষেক। আগামিকাল তিনি সভা করবেন নদিয়ায়। রোড শো করবেন মুর্শিদাবাদে৷ ফের ৩০ তারিখ থেকে লাগাতার সভা ও মিছিল করবেন তিনি৷ সূত্রের খবর, ৩০ তারিখ তাঁর পরবর্তী জনসভা বীরভূমের দুবরাজপুরে৷ ওই একই দিনে বিকেলে তিনি মিছিল করবেন পশ্চিম বর্ধমান জেলার বারাবনিতে।
এরপর পয়লা জুলাই আলিপুরদুয়ারে জনসভা করবেন অভিষেক। ওই একই দিনে তাঁর সভা করার কথা দক্ষিণ দিনাজপুরেও। ২ জুলাই তিনি সভা করবেন মালদহে৷ ওই একই দিনে তিনি রোড শো করবেন উত্তর দিনাজপুরে। ফের ৩ তারিখ তার সভা করার কথা পুরুলিয়ায়৷ একই দিনে রোড শো করার কথা বাঁকুড়ায়৷ আগামী ৪ তারিখ সভা করবেন পূর্ব মেদিনীপুরের তমলুকে। একই দিনে তাঁর রাজনৈতিক কর্মসূচি থাকবে পশ্চিম মেদিনীপুরে। আগামী ৫ তারিখ তাঁর সভা করার কথা কালনা ও পান্ডুয়ায়।