পঞ্চায়েত নিবার্চনের আগে ফের বিপাকে পড়লেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে বারবার কটাক্ষ করেছেন শুভেন্দু। অথচ এবার নিজের সভা ভরাতে তৃণমূলের সেই কর্মসূচির থিম সংকেই হাতিয়ার করলেন তিনি! ভোটের আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী উভয়পক্ষের নেতা-কর্মীরা। রবিবার পশ্চিম মেদিনীপুরের শালবনীর ভীমপুরে শুভেন্দু অধিকারীর একটি সভা ছিল।
প্রসঙ্গত, কুণাল ঘোষের দাবি, ওই সভায় অংশ নেননি দলীয় কর্মী-সমর্থকরা। তাই বহু দূর থেকে লোকজন এনে সভায় ভিড় জমিয়েছেন শুভেন্দু। আর লোকজনের মনোযোগ আকর্ষণ করতে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির থিম সং বাজাতেও শোনা গিয়েছে। তাঁর দাবির স্বপক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন কুণাল। শুধু তাই নয়, ভিডিও নিয়ে কারও সন্দেহ হলে তিনি আইনের পথ বেছে নিতে পারেন বলেও পরামর্শ দিয়েছেন তৃণমূল মুখপাত্র।