গত বছরের ১১ অগস্ট সকালে বোলপুরের নিচুপট্টি এলাকায় তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দিয়েছিল সিবিআই। তার কিছু সময় পরেই গরু পাচার মামলায় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আটক করা হয়।
পরে গ্রেফতার হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। ফলে পঞ্চায়েত ভোটের আগে বীরভূম কার্যত অনুব্রত-হীন। কিন্তু এবার ভোটপ্রচারে বেরিয়ে সেই অনুব্রতকেই স্মরণ করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সিউড়িতে ভোট প্রচারের ফাঁকে জেলা তৃণমূল সভাপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘যিনি দলের জন্য এতদিন কাজ করেছেন, তাঁকে মনে না রাখা অকৃতজ্ঞতা। আমি মনে করি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এখন আইনের জন্য বাইরে রয়েছেন। এতদিন যিনি কাজ করেছেন, ভবিষ্যতেও করবেন।’