আরও একবার বিশ্বদরবারে লজ্জার মুখে পড়ল মোদীর ভারত। ক্ষমতার আসার পর মহাসমারোহে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা গেছে লিঙ্গ বৈষম্যের নিরিখে ভারতের পরিস্থিতির কোনও উন্নতিই ঘটেনি! গত বছরের রিপোর্টে ভারতের স্থান ছিল ১৩৫। চলতি বছরে সেই জায়গা থেকে ১.৪ শতাংশ উন্নতি করে ১২৭ নম্বরে জায়গা পেয়েছে ভারত। প্রতিবেশী দেশের মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বাকি সব দেশই ভারতের থেকে এগিয়ে।
প্রসঙ্গত, লিঙ্গ-ব্যবধান সমীক্ষায় দেখা হয়, রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনীতিতে অংশগ্রহণ ও সুযোগ-বিন্যাস, স্বাস্থ্য ও আয়ু গৈ শিক্ষা – এইগদয চারটি ক্ষেত্রে মহিলা ও পুরুষের ব্যবধান কতখানি। রিপোর্ট বলছে, তালিকায় পাকিস্তান রয়েছে ১৪২ নম্বরে। আর ১০৭ তম স্থানে চীন। তালিকায় নেপাল ১১৬, শ্রীলঙ্কা ১১৪ এবং ভুটান ১০৩ নম্বরে। তবে বাংলাদেশ এই জায়গায় অনেকটাই এগিয়ে। চলতি বছরের হিসেবে শেষ হাসিনার দেশের স্থান ৫৯। অন্যদিকে প্রতি বছরের মতো তালিকায় এবারেও প্রথম স্থান নিয়েছে আইসল্যান্ড। টানা ১৪ বছর ধরে নারী ও পুরুষদের সমানাধিকারের ক্ষেত্রে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে এই দেশ।