আগামী ৩রা আগস্ট থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। খেলা আয়োজিত হবে ছ’টি কেন্দ্রে। ছ’টি কেন্দ্রের মধ্যে তিনটিই বাংলার। তাছাড়া গুয়াহাটি, কোকরাঝার এবং শিলংয়ে হবে ডুরান্ড কাপের ম্যাচগুলি। ফাইনাল হবে সল্টলেক স্টেডিয়ামে। ৩রা সেপ্টেম্বর হবে ফাইনাল। বাংলার যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ত কাপ হবে। তৃতীয় কেন্দ্রের জন্য আয়োজকরা চিন্তাভাবনা করছেন। মোহনবাগান মাঠ ও নৈহাটি স্টেডিয়ামের নাম উঠে আসছে।
নতুন দু’টি ভেন্যু হিসেবে কোকরাঝার ও শিলংয়ে এবার ডুরান্ড কাপের খেলা হবে। লাজং এফসি প্রথম বার ডুরান্ড কাপে নামবে। গতবছর ডুরান্ড কাপের অন্যতম ভেন্যু ছিল ইম্পল।
উল্লেখ্য, ডুরান্ড কাপে অংশ নেবে ২৪টি দল। ছ’টি গ্রুপে ভাগ করা হচ্ছে ২৪টি দলকে। ছ’টি গ্রুপের সেরা ছ’টি দল এবং সেরা দু’টি দলকে নিয়ে কোয়ার্টার ফাইনাল হবে। মোহনবাগান, ইস্টবঙ্গল, বেঙ্গালুরু এফসি ডুরান্ডে অংশ নেবে বলে জানিয়েছে। গতবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। ২-১ গোলে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়নের খেতাব জিতেছিল বেঙ্গালুরু।